চলো হারিয়ে হারিয়ে যাবো
আনন্দ ধারায় আর একবার চলো ছুটে যাই আঁধার রং এর আলোয় ফিরে আসো যেখানে তোমায় হারিয়ে হারিয়ে আমি অন্ধকারে পুড়ে যায় এ মন ফিরে আসো এই তোমাতে কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে যদি না ভেজাও এ মন চোখ গুলো মেঘ হয়ে যায় সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা ঝরে যায় বৃষ্টির ধারায়। কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে যদি না ভেজাও এ মন চোখ গুলো মেঘ হয়ে যায় সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা ঝরে যায় বৃষ্টির ধারায়। চলো হারিয়ে হারিয়ে যাবো আনন্দ ধারায় আর একবার চলো ছুটে যাই আঁধার রং এর আলোয় ফিরে আসো যেখানে তোমায় হারিয়ে হারিয়ে আমি অন্ধকারে পুড়ে যায় এ মন ফিরে আসো এই তোমাতে কি হবে জল হয়ে যদি আকাশ মেঘহীন হয় শব্দহীন শব্দ গানে মেঘ গুলো মন হয়ে যায় মনে মনে কতো ছুয়েছি যতো আজ তুমি তোমার হলে
18th Oct 2023 আজকে জীবনে প্রথমবারের মত কক্সবাজার যাচ্ছি। আমার ইচ্ছে ছিলো এনামুল আর রিদয় এর সাথে কক্সবাজার যাওয়া। কিন্তু ওদের কাজ পরে গেছে। সিচুয়েশন ভালো না ওদের তাই ওরা যেতে পারবে না। অনেকদিন অপেক্ষা করার পরে এই ডেট ঐ ডেট বার বার চেন্জ করার জন্য আজকে রাগে দুঃখে ওদেরকে ফেলেই আমি আর নাহিদ কক্সবাজার ঘুড়তে যাচ্ছি। প্লান ছিলো সাজেক যাবো সবাই মিলে কিন্তু তা আর হলো না😪। সাজেকে মেবি বউ নিয়ে যাওয়া লাগবে😂। সাজেকে গেলে কম করেও ১০,০০০ টাকা খরচ হবে, আর আমার কাছে আছে ৪২০০ টাকা। কিন্তু সবাই মিলে যদি যাইতাম তাইলে এই টাকাতেই ঘুড়ে আসতে পারতাম সাজেক থেকে। তো আগেরদিন রাতে প্লান করে আমি আর নাহিদ রাতে রওনা দিলাম। আমাদের এলাকার রেলওয়ে স্টেশন থেকে তিতাস ট্রেনে করে ভৈরব চলে গেলাম আর ভৈরব থেকে চট্টগ্রাম, চিটাগং মেইল ট্রেনে করে। আমি চিটাগং গেলে কেবিন ই নিই যাতে আরামে যাওয়া যায়। আমার তো সিগারেটের অভ্যাস নাই কিন্তু আজকে নাহিদ পুরো ১ প্যাক (২০টা) লাইকি স্টার সিগারেট নিয়ে নিছে রাতে খাওয়া হবে😂। এনামুল আমায় শিখাইছে কিভাবে সহজেই সিগারেট খাওয়া যায়।😑 যাইহোক, আমি যতই সিগারেট খাইনা কেন আমার কোনোদিন সিগারেট...
Comments
Post a Comment