Skip to main content

My Frist Cox-Bazar Tour

I found some photo in my Drive.

 

Me and Minul vai

Mainul Vai. ami akta spamming team er sathe kaj kortam MASK BOYS CYBER SECURITY ARMY BD. mainul vai chilo ay group er C.E.O. onk vlo moner akjon manus. se asholei akjon boro vai. akjon boro vai er modde ja ja qualification thaka dorkar tar moddhe shob e chilo. Miss you vai.

Note: tar sathe akhn ar kotha hoi na. amader akta jhamla hoye chilo. even ata onk din chilo then ar kotha hoina amader modde. 



Me, Mainul vai and Minhaz.

Minhaz. we are friends from 2018.  amra aksathe MASK BOYS group ye kaj kortam. shekhan thekei  love you dost. 




Ops! one of my favorite places in the planet (of course when I am depressed and my mood getting off. )
ey t-shirt ta amr na btw, Mahiya's t-shirt. 



Ops! The Little Ripon. ey chobita 2009 er. jokhon, ami first time school er admit hoye chilam. 




This photo! i will never forget this day. SHE hugs me and said, please don't leave me, don't leave me, don't leave me (she crying). I love you so much. a girl, who loves me a lot. she much more loves me then her parents (she said).   yep it was Mahiya. amader almost 3 years er relations chilo:). jekhane amr kono relation opore gele 2-month jaito, because ami onk boring person chilam. that's why every girls leaves me. and ami temon akta time ditam na meyeder. always busy thaktam kono na kono kaje that's why.  but, Mahiya was my friend, best friend, girl friend, premika, even future bou. but now she is death to me. (of course for some special reasons)



Hi Rakib <3. Miss you lot bhai, bondho. 





#Khan_Saheb. 









College friends. best friends. photo golo delete korechilam but google backup rekhe diyechilo. btw, miss you girls. 



Ufs. Arif! Arif! Arfi. vai vaire vai toi akta jinis. 
amader meet hoi first-time amr college ye. then ami ar o friendship kori. onk vlo friend. best friend. 


My name is Ripon and I live, I don't survive.

Comments

Popular posts from this blog

My Frist Cox-Bazar Tour

18th Oct 2023 আজকে জীবনে প্রথমবারের মত কক্সবাজার যাচ্ছি। আমার ইচ্ছে ছিলো এনামুল আর রিদয় এর সাথে কক্সবাজার যাওয়া। কিন্তু ওদের কাজ পরে গেছে। সিচুয়েশন ভালো না ওদের তাই ওরা যেতে পারবে না। অনেকদিন অপেক্ষা করার পরে এই ডেট ঐ ডেট বার বার চেন্জ করার জন্য আজকে রাগে দুঃখে ওদেরকে ফেলেই আমি আর নাহিদ কক্সবাজার ঘুড়তে যাচ্ছি। প্লান ছিলো সাজেক যাবো সবাই মিলে কিন্তু তা আর হলো না😪। সাজেকে মেবি বউ নিয়ে যাওয়া লাগবে😂। সাজেকে গেলে কম করেও ১০,০০০ টাকা খরচ হবে, আর আমার কাছে আছে ৪২০০ টাকা।  কিন্তু সবাই মিলে যদি যাইতাম তাইলে  এই টাকাতেই ঘুড়ে আসতে পারতাম সাজেক থেকে। তো আগেরদিন রাতে প্লান করে আমি আর নাহিদ রাতে রওনা দিলাম। আমাদের এলাকার রেলওয়ে স্টেশন থেকে তিতাস ট্রেনে করে ভৈরব চলে গেলাম আর ভৈরব থেকে চট্টগ্রাম, চিটাগং মেইল ট্রেনে করে। আমি চিটাগং গেলে কেবিন ই নিই যাতে আরামে যাওয়া যায়। আমার তো সিগারেটের অভ্যাস নাই কিন্তু আজকে নাহিদ পুরো ১ প্যাক (২০টা) লাইকি স্টার সিগারেট নিয়ে নিছে রাতে খাওয়া হবে😂। এনামুল আমায় শিখাইছে কিভাবে সহজেই সিগারেট খাওয়া যায়।😑 যাইহোক, আমি যতই সিগারেট খাইনা কেন আমার কোনোদিন সিগারেট...

My 21st Birthday

  হয়তোবা এভাবে আর কোনোদিন আমার জন্মদিন পালন করা হবে না।  কোনো হবে না সেটাই বলবো আজ! আজ আমার বয়স ২১ বছর ২দিন চলছে। গত অগাষ্ট ২ তারিখ আমার ২১তম জন্মদিন গেলো। প্রতিবারের মত এবারেও নিজের জন্য গিফট করলাম।  ভেবেছিলাম এবার আমি, রিদয়, আর এনামুল মিলে ঘুড়তে যাবো। কিন্তু রিদয় আর এনামুল ইন্ডিয়া নিয়ে বিজি আছে। ওরা চাইলেও যেতে পারবে না। তাই ১০ দিন আগেই ট্রেনের টিকিট কেটে আমি রেডি। আমি ছোট বেলা থেকেই ঘুড়তে যাওয়ার পাগল কিন্তু আব্বা আম্মা দিতো না ঘুড়তে যাওয়ার জন্য। কিন্তু আমার তো শখ রয়েই গেলো। তাই ঘুড়তে যাওয়ার নাম আসলেই আমি অনেক বেশি এক্সাইডেট হয়ে যাই। আমার রাতে ঘুম হয় না। নরমালি আমরা বন্ধুরা ঘুড়তে গেলে হঠাৎ রাত ৯টার পরে প্লান হয় কথার মধ্যে থেকেই। সাথে সাথে রাতের ট্রেনে বেড়িয়ে যাই বাড়ি থেকে ডেস্টিনেশানের উদ্দেশ্য। তো এবার অনেক দিন ওয়েট করা লাগছে তবুও ১০ দিন অপেক্ষার পরে চলে গেলাম রাতে উপবন এক্সপ্রেস দিয়ে ভৈরব থেকে সিলেটের উদ্দেশ্য। রিদয় আর এনামুল আমায় ভৈরবের ট্রেনে উঠিয়ে দেয়ার জন্য আমাদের স্টেশনে আসছে। পেছনে আখাওরা গামী তিতাস ট্রেন দাড়িয়ে আছে। ভৈরবে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি।  অবশে...

My Sandwip Island Tour - May 2023

May 04, 2023 - May 06, 2023 OK, LET’S BE REAL! মানুষ ঘুড়তে যায় কেন? আত্মা, চোখ, শারিরীক রিলিফ, আর মানুষিক শান্তি পাওয়ার জন্য। আর আমি/আমরা (আমার টিম) জানেন কেনো ঘুড়তে যাই? যেনো একজন আরেকজনকে ঠিক মত গালাগাল, ইজ্জত নিয়া ছিনিমিনি খেলা, মারামারি, পরবর্তীতে ব্ল্যাকমেল করার জন্য খালি গায়ে ছবি তোলা, সব রকমের পোন্দাপুন্দি ও ইত্যাদি টাইপের কাজ করতে পারি। এক কথায়, টুরিস্ট ডেস্টিনেশানে গিয়ে যত মজা হয় আমরা নিজেরাই এরচেয়ে বেশি মজা করি। আমাদের কাছে টুরিস্ট ডেস্টিনেশান তো একটা দাড়ানোর মত জায়গা মাত্র। শান্তি পাওয়ার জন্য ট্যুরে গিয়ে বাড়ি এসে সেই অশান্তিতো ভুগা লাগে যে, “কোন হালায় জানি আমার কাপড় ছাড়া ছবি তুলে রাখছে”। আমি মনে করি এই ট্যুরে যা যা হয়েছে তা প্রতিটা ছেলের জীবনে একবার হলেও হওয়া উচিত। কারন, এখানে এমন কিছু বাদ নেই যা হয়নি। প্ল্যানঃ- দূর মিয়া, এটা কি নেটফ্লিক্স এর মানি হাইস্ট নাকি যে প্ল্যান বানামু? এই ট্যুরের কোনো প্ল্যান ছিলো না। আইলসা পুলাপান নিয়া কিয়ের আবার প্ল্যান? I had a whole day date with my girl. We went to so many places. so I was sooooo fuckking tired and বাড়িতে এসে ফ্যানের নিচে না...