মানুষের জীবন অনেক সুন্দর, অনেক সুখময়, অনেক মমনীয়। কিন্তু মানুষ এই সুখ আর সুন্দর ধরে রাখা অনেক কঠিন। হ্যা আসোলেই অনেক কঠিন। কিন্তু মানুষ এই জিনিস গুলো ধরে রাখতে পারে না। যদি মানুষ এই জিনিস গুলো ধরে রাখতে পারতো তাহলে দূঃখ, হতাশা, কষ্ট, এসব কিছু আসতো না।
এই মূল্যবান জিনিস
গুলোকে ধরে রাখতে হয়। না হলে জীবনে কষ্টের আগমন ঘঠে। এই দুনিয়ার 80 (আশি) ভাগ মানুষ-ই
ভ্রমন পিপাষু। Adventure, Travel, Chill, Freedom আরো কত কি!!!!!!!!!। কিভাবে জীবনকে উপভোগ করতে হয় সেটা শিখতে হয় । শেখাটা এতটাও সহজ নয় কিন্তু।
মানুষের জীবনে
এই জিনিস গুলো না থাকলে জীবনের মানে হয়? আমি গতকাল (19-08-2021) রাতে এমন একটা মুভি
দেখেছি যার নামঃ Charlie. আমি একজন সিনেমা প্রেমি হয়ে কিভাবে এমন একটা সিনেমা মিসকরে
ফেল্লাম। প্রথমে আমি অনেক মুভি দেখতাম। মুভি, ওয়েব-সিরিজ, নাটক এসব সারাদিন দেখতাম।
আমার কম্পিউটারের 80% ফোল হয়ে থাকতো মুভি দিয়ে। এমন ও সময় গিয়েছে আমি একটা ওয়েব-সিরিজ
দেখার জন্যে আর দেখতে দেখতে সকাল করে ফেলেছি। আমি চায় না আমার জীবনে কষ্ট আসুক। তাই
একদিন মাথায় একটা চিন্তা আসলো যে, আমি তো চায় না যে আমার জীবনে কোন কষ্ট আসুক। কষ্ট
না আসার জন্যে আমাকে কিছু একটা করতে হবে। আর মানুষের জীবনে কষ্ট আসে তখন-ই যখন সে থাকে
শূন্য। হোক সেটা টাকা, পরিবার, বন্ধু, ভালোবাসা।
তো আমি চিন্তা
করলাম আপাতত আমার জীবনে টাকা জিনিসটা অনেক দরকার। এমনিই জীবন থেকে 18 টা বছর চলে গেলো। আগামি 5 বছরে
নিজের ভবিষ্যৎ দাড় করানো লাগবে। তাই সব বাদ দিয়ে আবার কাজে মনোযোগ দিলাম। অনেকদিন
কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগছিলো। ভাবলাম, একটা সলো ট্রাভেল দেয়া যাক এমন কোথাও
যেখানে কিনা প্রকৃতিকে হাতে ছোয়ার মত সুখ অনুভব করা যায়। ওমা! কিছুক্ষন পরেই মনে হলো,
দেশে অভিশপ্ত করোনা ভাইরাসের কারনে সব গাড়ি আর টুরিস্ট সপ্ট বন্ধ। মনকে মানালাম। কিছু
করার নেই।
আম কিছুদিন ধরেই
আমার Facebook Newsfeed এ একটা মুভির রিভিউ দেখছি।
Movie Name: Charlie (2015)
Genre: Drama, Romance
Cast: Dulquer
Salmaan as Charlie. Parvathy Thiruvothu as
Tessa. Aparan Gopinath as Dr. Kani.
IMDb: 8/10
Language:
Malayalam (Indian Kerala state.)
Personal
Rate: 10/10
চার্লি চরিত্রটা
এত সুন্দর!!!! wow! সে একজন ভ্রমন প্রেমি।
সবার থেকে আলাদা । সে যেখানেই যায় সবাই তাকে আগলে রাখে। সবাই তাকে ভালোবাসে। সবার মনের
রাজপুত্র সে । তাকে এত সহজে কেও ধরতে পারে না । সে কখন কোথায় থাকে সেটা কেও জানে না
। ওর-ই মত একজন মেয়ে যার নাম তেসা। সেও সব-সময় পালিয়ে বেড়ায় বাড়ি থেকে।
1 মিনিট, লেখক
যদি মুভিটার পুরো কাহিনি বলে দেয় তাহলো পাঠক মুভি দেখে মজা পাবে না ।
এই সিনেমাটা আমায়
অন্যভাবে বাচতে শিখিয়েছে। যারা সুইসাইড করার চিন্তা করে তাদের একবারের জন্যেও এই মুভিটা
দেখা উচিত। এই সিনেমা থেকে শেখা যাবে জীবনের আসল মানে কি।
আমার জীবনে অনেক
মুভি দেখেছি। এটার মত একটাও দেখিনি।
মুভিটা হিন্দিতে
আসে নি। বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে হবে।
Movie Link: Click here
এই মুভিটার এই গানটা অনেক সুন্দর।
Comments
Post a Comment