Skip to main content

Posts

Showing posts from August, 2022

My Frist Cox-Bazar Tour

আমার ২০ তম জন্মদিনের উপহার

কষ্ট করে এখানে আসার জন্যে অনেক ধন্যবাদ জানাইতাসি। প্রথম কথা হইলো এইডা আমার পার্সোনাল ব্লগ। তাই এনে আমি আমার ইচ্ছা মত আঞ্চলিক ভাষায় বা সহি ‍শুদ্ধ ভাষায় যাই লিখিনা কেন! পুরোটা আমার জীবনের একটা অমূল্যবান কাহিনী। সর্বপ্রথম মহান আল্লাহতালারে অনেক ধন্যবাদ যে তিনি আমায় এতদিন বাচিয়ে রাখছেন। এতদিন, মানে ২০ বছরেরও বেশি। এই ২০ বছরে আমি আমার জীবনে অনেক কিছু দেখছি, করছি, খাইছি এবং শুনছি। আজকে আমার 20 তম জন্মদিন আর আমার কখনো কোনো জন্মদিন স্পেশাল হয় নাই কিন্তু জানেনা আজকের আমার এই 20 তম জন্মদিন কিভাবে স্পেশাল হয়ে গেল । গত কিছু দিন আগেই থাইকাই রিদয় বলতেছিলো কোথাও ঘুড়তে যাওয়ার কথা। আমিও কইলাম চল সীতাকুন্ড যাই। সাথে সাথে রাজি হয়ে গেলো হেই। পরে প্ল্যান হইলো আমি রিদয় আর এনাইম্মা (এনামুল) যামু।       মাঝ খানে এনাম আর বাম পাশে রিদয়।  আমি ভাবছিলাম আমার অনেক ফ্রেন্ডস আছে পরে দেখলাম টাইম দেয়ার মত এই দুইডা ছাড়া আর কেও নাই।  তো, প্লান হইতেছেই যাওয়া আর হইতেছে না। অগাষ্ট ০২, ২০২২! আমার জন্মদিন। নরমালি আমার সেদিনের জন্য কোনো প্লান ছিলো না। জাস্ট দিনটা একটু স্পেশাল ছিলো আরকি।     ...