Skip to main content

Posts

Showing posts from August, 2021

My Frist Cox-Bazar Tour

I got new way to live a Wonderful LIFE - Charlie Movie

মানুষের জীবন অনেক সুন্দর, অনেক   সুখময়, অনেক মমনীয়। কিন্তু মানুষ   এই সুখ আর সুন্দর ধরে রাখা অনেক কঠিন। হ্যা আসোলেই অনেক   কঠিন। কিন্তু মানুষ এই জিনিস   গুলো ধরে রাখতে পারে না। যদি মানুষ এই জিনিস গুলো ধরে রাখতে পারতো তাহলে দূঃখ, হতাশা, কষ্ট, এসব কিছু আসতো না।   এই মূল্যবান জিনিস গুলোকে ধরে রাখতে হয়। না হলে জীবনে কষ্টের আগমন ঘঠে। এই দুনিয়ার 80 (আশি) ভাগ মানুষ-ই ভ্রমন পিপাষু। Adventure, Travel, Chill, Freedom আরো কত কি!!!!!!!!!। কিভাবে জীবনকে উপভোগ করতে হয় সেটা শিখতে হয় ।  শেখাটা এতটাও সহজ নয় কিন্তু।    মানুষের জীবনে এই জিনিস গুলো না থাকলে জীবনের মানে হয়? আমি গতকাল (19-08-2021) রাতে এমন একটা মুভি দেখেছি যার নামঃ Charlie. আমি একজন সিনেমা প্রেমি হয়ে কিভাবে এমন একটা সিনেমা মিসকরে ফেল্লাম। প্রথমে আমি অনেক মুভি দেখতাম। মুভি, ওয়েব-সিরিজ, নাটক এসব সারাদিন দেখতাম। আমার কম্পিউটারের 80% ফোল হয়ে থাকতো মুভি ‍দিয়ে। এমন ও সময় গিয়েছে আমি একটা ওয়েব-সিরিজ দেখার জন্যে আর দেখতে দেখতে সকাল করে ফেলেছি। আমি চায় না আমার জীবনে কষ্ট আসুক। তাই একদিন মাথায় একটা চিন্তা...

It's 02 August! My Birthday.

  বায় দ্যা ওয়ে, Google এ গিয়ে আমার বার্থডে সার্চ করলে Google সু্ন্দর করে বলে দেবে আমার জন্মদিন কখন।  আজকের দিনটা আমার জন্যে অনেক অনেক স্পেশাল । ওয়াও! আমার জন্মদিন । আমার জন্মদিনে আমি অনেক ইঞ্জয় করি। না এটা বলছিনা যে, একে বারে সব ফ্রেন্ডসদের নিয়ে কেক কেটে পার্টি দিয়ে  ইঞ্জয় করি। হ্যা, করতাম! তবে এমন যোগ্য বন্ধু নেই। আর যারা যোগ্য আছে তারা সবাই ফেসবুকের ফ্রেন্ডস। তাদের সাথে দেখা করার কোন ওয়ে নেই। কারন, COVID-19.  WISHES এটা Tazim Islam Minar . রাত 12:00 বাজার পর 1 সেকেন্ড ও লেইট করেনি উইস করতে।  আমার সবচেয়ে কাছের বন্ধু। বেস্টফেন্ড। ফেসবুকে পরিচিত হয়েছি আমরা। আমার সব কিছু ওর সাথেই শেয়ার করা হয় । সুখ দুঃখ সব। এক মাত্র বেস্টফেন্ড আমার।  ---------------------------------------- এটা Mahiya Sardar 🥺🖤😍🥰. না আমি তাকে আমার গার্লফ্রেন্ড বলবো না, সে আমার প্রেমিকা। গার্লফ্রেন্ড আর প্রেমিকার মধ্যে অনেক তফাত রয়েছে।  গার্লফ্রেন্ড তো যে কোন মেয়েকে-ই বানানো যায়। আর গার্লফ্রেন্ড যে কোন সময় ছেড়ে চলে যায় কিন্ত প্রেমিকা কখনো ছেড়ে যায় না। আমি তার বিষয়ে কিছূ বলবো না । পুর...