Skip to main content

Posts

Showing posts from July, 2021

My Frist Cox-Bazar Tour

My Sylhet Bichanakandi Tour

আমার সিলেট বিছানাকান্দি ভ্রমন।  তখন মেবি 2018 এর মাঝামাঝি হবে।  আমি আমার ইন্টারমেডিয়েট শেষ করি ভৈরব আইডিয়াল কলেজ থেকে। আজ আমার একটি স্বরণীয় ভ্রমন এর গল্প বর্ণনা করবো। আমি স্কুলে থাকতে কোথাও ঘুড়তে যেতে পারতাম না। কারন, আমার বাবা-মা মনে আমি করতো আমি কোথাও হারিয়ে যাবো বা কোন এক্সিডেন্ট ঘটবে। তাই আমার আব্বা আমায় কোথাও ঘুড়তে যেতে দিতো না। কিন্তু আমি কলেজে উঠার পর আমার আব্বা আমায় ঘুড়তে যাওয়ার পার্মিশন দিয়ে দেয়। তো, একদিন আমি কলেজে গিয়ে দেখি সবাই সিলেটের বিছানাকান্দি যাওয়ার জন্যে প্ল্যান করছে। আমি এসব দেখেতো মহা খুশি। আবার সামনে ছিলো আমার এইচ.এস.সি এর টেস্ট পরিক্ষা।  কলেজের প্রিন্সিপাল     স্যার বলে ছিলো এক্সাম দেয়ার পর যেতে, তাই আর কি। এরপর স্যার বললো কলেজের সব শিক্ষক-শিক্ষিকাগণ ও যাবেন।  এরপর একটা শুভ দিন দেখে পিকনিকে যাওয়ার দিন ঠিক করা হয়।  পিকনিকে যাওয়ার জন্যে  সবাই মিলে একটা ফার্স্ট ক্লাস বাস ভাড়া করি। আমাদের প্ল্যান ছিলো প্রথমে হযরত শাহজালাল (রাঃ )  মাজারে যাবো  । আমরা রাত ১০ : ৩০ ভৈরব থেকে রওনা দিই । বাস শায়েস্তাগঞ্জ ন...